× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

 অবৈধভাবে সুগন্ধা নদীর তীরের মাটি কাটায় ভেকু মেশিন জব্দ

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি।

০১ নভেম্বর ২০২৪, ২০:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সুগন্ধা নদীর তীরবর্তী চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার সময়, স্থানীয়দের ধাওয়ায় মাটি কাটার যন্ত্র ও মাটিবাহী একটি বলগেট ফেলে পালিয়ে যায় এর সাথে জড়িতরা।

আজ (১ নভেম্বর) নদীর তীর থেকে মাটি কাটার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে মাটি কাটার যন্ত্র ও বলগেট ফেলে পালিয়ে যায় এর সাথে জড়িত লোকজন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে প্রশাসন এসে ফেলে যাওয়া মাটি কাটার যন্ত্র ও বলগেট জব্দ করে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ইউনিয়নের চরতিমিরকাঠি সংলগ্ন সুগন্ধা নদীর তীর থেকে রাতের আধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এসব মাটি বিভিন্ন ইট ভাটার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যার ফলে এইসব এলাকায় নদী ভাঙ্গন আরও তীব্র হচ্ছে। স্থানীয়রা নদীতে তাদের ফসলি জমি ও নিজেদের ঘরবাড়ি হারাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম জানান, সুগন্ধা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মাটি কাটার যন্ত্র ও বলগেট জব্দ করা হয়েছে। নদীর তীর মাটি ও বালি উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদূস ছালাম জানান, মাটি কাটায় ব্যবহৃত মালামাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দেয়া হয়েছে। এছাড়া পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.